আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম. ০৩ ফেব্রুয়ারী :
মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লা আল মামুন বিপুল হত্যা মামলার একমাত্র আটক আসামী জেলা যুবলীগের সহ প্রচার সম্পাদক শহিদুল ইসলাম পেরেশানের ২ দিনের রিমান্ড মুঞ্জুর করেছে আদালত।
আজ রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) তরিকুল ইসলাম মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজন্ত্য কুমার বিশ্বাসের আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ বিচারক ২ দিনের রিমান্ড মজ্ঞুর করেন ।
এসময় আসামী পক্ষের আইনজীবী হিসাবে শুনানীতে অংশ নেন অ্যাডঃ আব্দুল মতিন, অ্যাডঃ ইয়ারুল ইসলাম ,অ্যাডঃ মারুফ আহম্মেদ বিজন।
উলেখ্য, গত ২৮ জানুয়ারী সোমবার রাত ১০ টার দিকে মেহেরপুর শহরের কাসারী পাড়াস্থ যুবলীগের সহ প্রচার সম্পাদক শহিদুল ইসলাম পেরেশানের বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লা আল মামুন বিপুল।
এ ঘটনায় গত বুধবার দুপুরে নিহত বিপুলের স্ত্রী বেলি খাতুন বাদি হয়ে মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সহ-প্রচার সম্পাদক শহিদুল ইসলাম পেরেশান সহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদের মধ্যে পুলিশ শহিদুল ইসলাম পেরেশানকে আটক করেছে।