আপডেট
আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জানুয়ারী:
মেহেরপুর পৌর সভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বিপুল হত্যার দায়ে জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ৩৮।
মামলার অন্য আসামীরা হলেন, জেলা যুবলীগের কোষাধ্যক্ষ আব্দুল হালিমের ছেলে মাহফুজুর রহমান রিটন, সহ-প্রচার সম্পাদক মরহুম আব্দুল হান্নানের ছেলেশহিদুল ইসলাম পেরেশান,জেলা যুবলীগের সদস্য আবুল কাশেমের ছেলে আরিফ, নূর ইসলামের ছেলে লিখন, ত্যালার ছেলে মাহফুজ, ।
আজ বুধবার দুপুরে নিহত কাউন্সিলর বিপুলের স্ত্রী বেলী খাতুন বাদী হয়ে এজাহার দাখিল করলে আজ বুধবার দুপুরে মেহেরপুর সদর থানায় মামলাটি রেকর্ড করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামীদের মধ্যে জেলা যুবলীগের সহ-প্রচার সম্পাদক শহিদুল ইসলাম পেরেশানকে মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
মেহেরপুর পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন মেহেরপুর নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার আবু আক্তারকে মোবাইল ফোনে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সন্ধ্যায় মামলার বাদী নিহত বিপুলের স্ত্রী বেলী খাতুন মন্ডলপাড়ার হেকমতুল্লাহর ছেলে যুবলীগ নেতা ইয়ানুসকে মামলার আসামী হিসেবে সংযুক্ত করার জন্য আবেদন জানালে তার আবেদন গ্রহন করা হয়েছে। আগামীকাল আদালতে তা উপস্থাপন করা হবে বলে তিনি বলেন।
অপরদিকে মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুল হত্যা মামলায় জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম ও কোষাধ্যক্ষ মাহফিজুর রহমান রিটন ও সহপ্রচার সম্পাদক শহিদুল ইসলাম পেরেশানকে আসামী করার প্রতিবাদে মেহেরপুর জেলা যুবলীগ নানা কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি পেশ এবং শুক্রবার শহরে বিক্ষোভ মিছিল। বুধবার মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় জেলা যুবলীগের এক সভায় ওই ঘোষণা দেয়া হয়। জেলা যুবলীগের সহসভাপতি এমএ মতিন শামীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, সাংগাঠনিক সম্পাদক মাহফিজুর রহমান মাহাবুব, মিজানুর রহমান হিরোন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, মেহেরপুর শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সম্পাদক তৌহিদুল ইসলাম, যুবলীগ নেতা মোহন ।
উল্লেখ্য,সোমবার রাত ১০ টার দিকে মেহেরপুর শহরের কাশাড়িপাড়াস্থ পেরেশানের বাড়িতে গল্প করার সময় একদল সন্ত্রাসীরা মেহেরপুর পৌর সভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগর সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুল বিপুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করলে বিপুল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরে।পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।