মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকা মূল্যের কাপড় পড়ে গেছে। শনিবার ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে মেহেরপুর শহরের বড় বাজার জি এস টেইলর্সে এন্ড ক্লোথ স্টোরের মালিক আনোয়ার হোসেন আগের দিন মালামাল এনে দোকান বন্ধ করে রেখে বাড়ি চলে যায়।
শনিবার ভোরের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে দোকানটিতে আগুন লেগে লেগে যায়। এসময়ের নৈশ প্রহরীরা ঘটনাটি দেখে ফায়ার সার্ভিস কে খবর দেয়, খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্য, মেহেরপুর সদর থানার পুলিশ এবং দোকান মালিক সদর উপজেলার হরিরামপুর গ্রামের আনোয়ার হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন । ভয়াবহ এঅগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষ টাকার শাড়ি কাপড় পড়ে যায়।