মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ জানুয়ারী :
মেহেরপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) -এর বার্ষিক সাধারনসভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার মেহেরপুর পৌর ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সাধারনসভায়ন পৌর কলেজের অধ্যক্ষ একরামূল আযীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার মখলেচুর রহমান, কাল্ব-এর জেলা ব্যবস্থাপক আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা পরিষদের সভাপতি মাহাবুবুল হক। অনুষ্ঠান শেষে ৬ সদস্যের বার্ষিক নির্বাচনে গোলাম মোস্তফা সভাপতি ও মিনারুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়।
