মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ আগস্ট:
“কপালের লিখন কে খন্ডিত পারে”চোরকি জানতো ট্রান্সফরমার চুরি করতে গিয়ে নিজেকে পড়তে হবে বিদ্যুতের খামবা থেকে মাটিতে। এমনই এক ঘটনা ঘটেছে মেহেরপুরে।
বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুটি থেকে পড়ে মারাত্মক আহত হয়েছে লুৎফর রহমান নামের এক চোর। বর্তমানে সে পুলিশ পাহারায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, ফরিদপুর শহরের ইনতাজ উদ্দিনের ছেলে লুৎফর রহমান মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কালিগাংনী গ্রামের মাঠে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে যায়। ওই সময় সে পা ফসকে নিচে পড়ে মারাত্মক আহত হয়। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশে সোপর্দ করে।
