মেহেরপুর নিউজঃ
মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের মাঠে আলমগীর (৬৫) নামের এক কৃষকের মৃত্যুর ঘটনা নিয়ে ধ্রুমজাল তৈরি হয়েছে।
জানাযার পূর্ব মুহূর্তে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি লাশ দাফনে বিলম্ব ঘটে। নিহত আলমগীর হোসেন আলমপুর উত্তর পাড়া গ্রামের সালামত উল্লাহ ছেলে। জানা গেছে আলমপুর গ্রামের আলমগীর হোসেন দুপুরে মাঠে তার মটারের মাধ্যমে সেচ দেয়ার সময় বিদ্যুতের তার স্পর্শ করার পর সেখানে সিটকে পড়েন।এ সময় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে সন্ধ্যার পূর্বে পারিবারিকভাবে জানাজার প্রস্তুতি গ্রহণ করার সময় পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করতে নিষেধ করেন। পরে শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমানের হস্তক্ষেপে বাদ এশা জানাজা শেষে দাফন করা হয়।