মেহেরপুর নিউজ,১৪ অক্টোবর:
মেহেরপুরের গাংনী উপজেলার রামনগরে অভিযান চালিয়ে ১কেজি ৩’শ গ্রাম গাঁজা, বাটখারা ও দাড়িপাল্লাসহ এখলাসুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার বেলা ১১ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন ও এস আই জালাল উদ্দিনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাংনীর রামনগর গ্রামের মাদক ব্যবসায়ী এখলাসুর রহমানের বাড়ির পাশে অভিযান চালানো হয়। এ সময় সে গাঁজা বিক্রি করার উদ্যোশে ওজন করছিল। সেখান থেকে ১ কেজি ৩’শ গ্রাম গাঁজা, বাটখারা ও দাড়িপাল্লাসহ এখলাসুরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। তিনি আরো জানান, এখলাসুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।
