তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার বাশঁবাড়িয়া উত্তর পাড়ায় জমিতে ইট রাখাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা ও দুই মেয়েসহ তিনজন আহত হয়েছে। আজ বুধবার দুপুরে বাড়িতে অনধিকার প্রবেশ করে প্রতিপক্ষরা তাদেরকে মারধর করে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
আহতরা হলেন, বাশঁবাড়িয়া উত্তরপাড়ার রাইস মিল শ্রমিক আফিকুলের স্ত্রী আরিফা খাতুন(৪০), বড় মেয়ে লাবনি আক্তার বর্ষা(১৮), ও শিশু কন্যা মেঘনা খাতুন (৭)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
আহত আরিফা খাতুন জানায়, প্রতিবেশী মোজাম আলীর পরিবারের সাথে বেশ কয়েক বছর ধরে বিরোধ চলে আসছে। ইতোপূর্বে দফায় দফায় তাদের মধ্যে ঝগড়া-বিবাদের ঘটনাও ঘটেছে। সে কারণে গতকাল রাতে আফিকুল ও তার স্ত্রী আরিফা খাতুন মোজাম পরিবারের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করে আসে।
এ সংবাদ শুনে আজ বুধবার দুপুরে প্রতিপক্ষ মোজাম পরিবারের লোকজন আরিফাকে ইট সরিয়ে নেওয়ার জন্য চাপ দেয়। আরিফা উক্ত ইট সরিয়ে নিতে অপারগতা প্রকাশ করলে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে মোজাম পরিবার আরিফা ও তার দুই মেয়েকে বেধড়ক পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ করেন তিনি। আরিফা খাতুন অভিযোগ করে বলেন, ইউনুস আলীর ছেলে মোজাম, রুহুলের স্ত্রী তোরজি খাতুন, মেয়ে কল্পনা ও বেদেনা, মোজাম আলীর স্ত্রী বেদানা খাতুন ও মুন্তাজ আলীর ছেলে মোস্তাফিজুর রহমান আরিফার বাড়িতে অনধিকার প্রবেশ করে তাকে ও তার দুই মেয়েকে মারধর করে আহত করেছে।
অপরদিকে, সরেজমিনে গিয়ে অভিযুক্তদের সাথে আলাপকালে অভিযুক্তরা জানায় তারা আরিফা খাতুন ও তার দুই মেয়েকে মারধর করে নাই। মোজাম পরিবারকে হেনস্তা করার উদ্দেশ্যে তারা নিজেরাই কাদা পানিতে গড়াগড়ি করে মিথ্যা মামলা করার উদ্দেশ্যে নাটক সাজিয়ে গাংনী হাসপাতালে ভর্তি হয়েছে। এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলতে চাইলে স্থানীয়রা কেহই মুখ খুলতে চাননি।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, এ বিষেয়ে এখনো কেউ অভিযোগ পাওয়া যায়নি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।