মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১১ মে:
মেহেরপুরের গাংনী উপজেলার খলিশাকুন্ডি ঘাট থেকে ১কেজি গাজা সহ জিয়ারুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটককৃত জিয়ারুল গাংনী উপজেলার ধলা গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে।
ডিবির ওসি আক্তারুজামান জানান, আজ রবিবার সকাল ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম খলিশাকুন্ডি ঘাটে অবস্থান নেয়। এসময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহি বাস তল্লাশির সময় জিয়ারুলকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ১কেজি গাজা সহ তাকে আটক করে ডিবি কার্ষালয়ে নিয়ে আসে ডিবি সদস্যরা। ডিবি পুলিশ জানায় সে এলাকার চিহিৃত মাদক ব্যাবসায়ী।তার নামে একাধিক মামলা রয়েছে। আটককৃত গাজার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা বলে জানান ডিবি পুলিশ।