মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২২ জানুয়ারী:
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব বাজারে সাইকেল মটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে মুকুল (৪৫) ও রহমতুলা (২৫) নামের দুই জন আহত হয়েছে। আহত মুকুল মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানাগেছে, আজ মঙ্গলবার দুপুরে গাড়াডোব গ্রামের আহমদের ছেলে মুকুল সাইকেল যোগে গাড়াডোব বাজারে পৌছালে অপর দিক থেকে আসা একটি মটরসাইকেল নিয়ন্ত্র হারিয়ে মুকুল কে ধাক্কা দিলে মুকুল রাস্তার উপরে ছিটকে পরে গিয়ে তার মাথা ফেটে যায়। এসময় মটরসাইকেল চালক রহমতুলা রাস্তার পাসে পরে গিয়ে তার শরিরের বিভিন্ন স্থানে ছিলে যায়। স্থানিয় লোক জন মুকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে কর্মরত ডাক্তার মেহেরপুর নিউজ কে জানান, আহত ব্যাক্তির মাথায় আঘাত হয়েছে তার অবস্থা আশংকা জনক।
