মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মার্চ:
মেহেরপুরে কিন্ডার গার্টেনের পথিকৃত গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমী তাদের নিজস্ব নতুন ভবনে ক্লাস শুর করেছে। সেই সাথে তাদের প্রতিষ্ঠানে হাজী গোলাম কাউসার বিশেষ অবদান রাখায় প্রতিষ্ঠানের নাম সংযুক্ত করে বর্তমান নাম দেয়া হয়েছে হাজী গোলাম কাউসার গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমী।
আজ শনিবার সকাল ৮টার সময় নতুন ভবনে ক্লাস শুরুর প্রাক্কালে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন হাজী গোলাম কাউসার গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ লুৎফুন্নেসা সেলিনা। এ সময় বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম,মেহেরপুর রিপোর্টার্স ইউনিটর সভাপতি রফিক-উল-আলম,প্রতিষ্ঠানে পরিচালক শামিমুজ্জামান শামিমসহ পরিচালনা পরিষদের সকল সদস্য সেখানে উপস্থিত ছিলেন।
হাজী গোলাম কাউসার গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমীর পরিচালক শামিমুজ্জামান শামিম মেহেরপুর নিউজকে জানান,মেহেরপুর বাসীর দোয়া ও সহযোগীতা আমাদের সাথে আছে। এছাড়া প্রতিষ্ঠানের সকল পরিচালক,শিক্ষক,কর্মচারী,অভিভাবক,ছাত্রছাত্রীদের আন্তরিক প্রচেষ্ঠায় আমাদের অগ্রযাত্রা অব্যহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
