মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ মার্চ:
মোবাইল ফোনে চাঁদা দাবী করে চাঁদার টাকা নিতে এসে ডি বি পুলিশের হাতে আটক হয়েছে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের হোসেন আলীর ছেলে শাহজামান (২৮)। সোমবার সকালের দিকে মেহেরপুর শহরের বড়বাজার এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। আটকের পর শাহজামান একাধিক গড ফাদারের নাম করলে ডিবি পুলিশ সে সব গডফাদারদের ধরতে মাঠে নেমেছে। তদন্তের স্বার্থে র্থে পুলিশ গড ফাদারদের নাম প্রকাশ থেকে বিরত রয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার মেহেরপুর শহরের বড় বাজার এলাকার সার ব্যবসায়ী লিটনের কাছে মোবাইল ফোনে এক লাখ টাকার চাঁদাদাবী করা হয়। চাঁদা না দিলে তাদের রড় ধরনের ক্ষতি করা হবে বলে অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে হুমকী দেয়া হয়। বিষয়টি তাৎক্ষনাত লিটন ডিবি পুলিশকে অবহিত করে এবং চাঁদাবাজদের মোবাইল নম্বর ডিবি পুলিশকে দেয়। ডিবি পুলিশ ওই নম্বরের সূত্র ধরে গতকাল সকালে লিটনের ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে থেকে চাঁদা দেয়ার নাম করে তাকে ডেকে আটক করে। এদিকে আটক শাহজামান একটি অস্ত্র মামলায় প্রায় দেড় বছর কারা ভোগের পর স¤প্রতি জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হয়ে এসেছে বলে ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে।
