মেহেরপুর নিউজ, ০৮ জানুয়ারী:
মেহেরপুর ২৫০ শয্য জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমানকে লাঞ্চিত ও দাপ্তরিক কাগজপত্র লুট করীদের ফ্রেফতারের দাবিতে কালো ব্যাচ দারণ করা হয়েছে।
সোমবার সকালে মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে জেলা বিএমএ, স্বাচিপ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী যৌথ কর্মসূচী পালন করেন। এসময় জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকি, স্বাচিপ সভাপতি এম এ বাশার, সাধারণ সম্পাদক তাপস কুমার সরকার, সদস্য মৃণালকান্তি মন্ডল, এহসানুল কবির, ওবাইদল ইসলাম পলাশ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনের ভাই সরফরাজ হোসেন মৃদুল, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম, আওয়ামীলীগ কর্মী দেবাশীষ কুমার বাগচি ও ইলিয়াস হোসেন তত্বাবধায়কের কার্যালয়ে প্রবেশ করে তাকে শারিরিক ভাবে লাঞ্চিত করে এবং ২০১৭- ২০১৮ অর্থ বছরের খাবার ও কাপড় ধোয়ার দরপত্রের কাগজসহ বিভিণœ দাপ্তরিক কাগজপত্র লুট করে নিয়ে যায়। এই ঘটনায় জেনালের হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমান বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।