মেহেরপুর নিউজ, ২৩ জানুয়ারী:
মেহেরপুর সরকারি কলেজের এক ছাত্রীকে লাঞ্চিত করার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে সরকারী কলেজ কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে আধা ঘন্টা ব্যাপী বাস চলাচল বন্ধ থাকে।
মঙ্গলবার দুপুরে সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরুত ই খুদা রুবেলের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এসময় সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রলীগের সাংগঠানিক সম্পাদক সাজেদুর রহমান সেতু, সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফয়সাল হোসেনসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।
খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে বিচারের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরুত ই খুদা রুবেল বলেন, মেহেরপুর-কুষ্টিয়া সড়কে কলেজের এক ছাত্রী হাফভাড়া দিলে তা নিতে অস্বকৃতি জানান সুপার ভাইজার। পরে তিনি ছাত্রীকে লাঞ্চিত করে বাস থেকে নামিয়ে দেন। তিনি বলেন, এই ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, শিক্ষার্থী ও বাসমালিকদের সমিতির নেতাদের সাথে কথা বলে বিচারের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। পরে বাস চলাচল স্বাভাবিক হয়।
