ফলোআপ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ ফেব্রয়ারী:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের মাঠের রাস্তা থেকে ছিনতাই হওয়া আলগামন সহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মিঠুল (২৫), সাইফুল ইসলাম (২৮), এবং মিল্টন (৩০)। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
আগামীকাল বুধবার তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে সদর থানার ওসি জানিয়েছেন।
সোমবার মধ্যরাতে ফতেপুর তেরোঘরিয়া সড়কের উপরে গাছ ফেলে আলগামন, নগদ টাকা, সোনার গোহনা সহ মোবাইল ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা।
ছিনতাইকৃত আলগামন নিয়ে পালিয়ে যাওয়ার সময় আজ মঙ্গলবার ভোরে মাগুরা জেলার পাটকেল বাড়ি গ্রামের আমির হোসেনর ছেলে মিঠুল,চুয়াডাঙ্গা জেলার বেলগাছি গ্রামের মবিন মন্ডলের ছেলে সাইফুল ইসলাম,সহ ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু গ্রামের সোনা মন্ডলের ছেলে মিল্টন কে সদর উপজেলার পিরোজপুর ক্যাম্পের টহল পুলিশ পিরোজপুর মাঠের রাস্তা থেকে আলগামন সহ আটক করে।
সদর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক মেহেরপুর নিউজ কে জানান, তিন ছিনতাইকারী আটক করেছে পুলিশ এবং ছিনতাই হওয়া আলগামন উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্যঃ
মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া ফতেপুর মাঠের সামনের সড়কে গাছ ফেলে ছিনতাইকারীরা রাতভর তান্ডব চালায়। ছিনতায়ের কবলে পড়া ফজলু মেহেরপুর সদর থানার ওসি আজিজুল হককে ফোন করলে ওসি ঘটনাস্থলে পুলিশ পাঠায় ৩ ঘন্টা পরে বলে অভিযোগ করেন। এসময় ছিনতাইকারীরা একটি আলগামন, সোনার গহনা, নগদটাকা ও মোবাইফোন ছিনতাই করে এবং আটককৃতদের বেধড়ক মারপিট করে। ছিনতাইকারীদের হাতে আহতরা হলেন,ফতেপুর গ্রামের মৃত চারু শেখের ছেলে মৎস্য ব্যাবসায়ী ফজলু (৫৫) শোলমারী গ্রামের হান্নান (৫০) আলগামন চালক জমিরুল (৩৫) নুর ইসলাম (৪০) লাল্টু (২৫) নাজেরা (২৮) রাবেয়া (৪৫) ও নিকজান (৫০)। আহতরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।