মেহেরপুর নিউজ:
জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে র্যালী আয়োজন কবার বুধবার সকালের দিকে এ র্যালী অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও মেহেরপুর পৌরসভার প্রশাসক মোঃ শামীম হোসেনের নেতৃত্বে র্যালিটি বাদ্যের তালে তালে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল আজিজ খান, নির্বাহী প্রকৌশলী জি এম ওবায়দুল্লাহ সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা র্যালিতে অংশ গ্রহণ করেন।