মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ এপ্রিল:
মেহেরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৩’।
আজ রোববার জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে জেলা জজ নূর মহম্মদ মোড়লের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে জেলা জজ আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে মেহেরপুর জেলা জজ আদালতের বিচারকগণ, জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।