মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মার্চ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে ১৭ মার্চ জাতীর জনক বঙ্গবন্দ্ধু শেখ মুজিবর রহমানের ৯২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,সুশীল সমাজের প্রতিনিধি,বিভিন্ন সংগঠনের প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন,এনজিও প্রতিনিধি,সাংবাদিক প্রতিনিধি সহ সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় মেহেরপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহান আরা বানু। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খোন্দকার। আলোচনায় অংশ নেয়,আতিরিক্ত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম,সিভিল সার্জন ডা:আব্দুস শহীদ,জেলা আওয়ামীলীগের সহসভাপতি আশকার আলী,ভাষা সৈনিক ইসমাইল হোসেন,আওয়ামীলীগ নেতা আতাউল হাকিম লাল মিয়া প্রমূখ।
সভায় ১৭ মার্চ সকাল ৮ টায় স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে র্যালী ও জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে বঙ্গবন্দ্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা সহ জেলার সকল ধর্মীয় প্রার্থনালয়ে দোয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহিত হয়।
