মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ আগষ্ট:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগের উদ্যোগে মেহেরপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী।
আজ সকালে দিবসের কর্মসূচীর শুরুতে শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ইয়ারুল ইসলাম দলের পক্ষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়।
এরপর সকাল সাড়ে ৮টায় স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীতে নেতৃত্ব দেন আওয়ামীলীগের স্থানীয় এমপি জয়নাল আবেদীন।র্যালীটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
র্যালীতে জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ্যডভোকেট মিয়াজান আলী,জেলা আওয়ামীরীগের সনিয়র সহ সভাপতি আলহাজ্ব আশকার আলী,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল,শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলামসহ জেলা প্রশাসন ও আওয়মীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পর্যায়ক্রমে পুষ্পস্তবক করেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীরীগের সভাপতি জয়নাল আবেদীন, জেলা প্রশাসসক মাহমুদ হোসেনসহ সর্বস্তরের কর্মকর্তা ও নেতৃবৃন্দরা।
সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব বক্তব্য দেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে আছে দুপুরে চিত্রাংকন প্রতিযোগীতা, জাতী ধর্ম নির্বিশেষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত।