মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জানুয়ারী:
মেহেরপুরে “সমাজ সেবা যে জন করে, পা বাড়ালেই পৃন্য বাড়ে” এই শ্লোগান কে সামনে নিয়ে নানা আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর। আলোচনের মধ্য রয়েছে র্যালি ও আলোচনা সভা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১আসনের সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন। এসময় র্যালিতে বিভিন্ন এনজিও স্কুল-কলেজ ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসকের সস্মেলন কক্ষে জেলা প্রশাসক দেলওয়ার হোসেনর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।