মেহেরপুর নিউজ:
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিন দিনব্যাপী মেলার সমাপ্ত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ দিনব্যাপি স্থানীয় সরকার দিবসের মেলা উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়।
সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। সদর উপজেলা পর্যায়ে মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রথম, কুতুবপুর ইউনিয়ন দ্বিতীয় এবং পিরোজপুর ইউনিয়ন তৃতীয় স্থান অর্জন করে।
পুরস্কার বিতরণ অনুসরণ অন্যদের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কুমার দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান,ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সেলিম রেজা, মতিউর রহমান মতি প্রমুখ।