মেহেরপুর নিউজ, ১৫ জানুয়ারী:
মেহেরপুরে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)’র জেলা কমিটির ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিন ব্যাপী জেলা শিশু একাডেমী মিলনায়তনে এ নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে সভাপতি পদে মেহেবার হোসেন ও সাধারণ সম্পাদক পদে ফাওজিয়া পারিহা নির্বাচিত হয়েছেন।
এছাড়াও অন্য ৯ টি পদে নির্বাচিত হলেন, সহ-সভাপতি পদে তৌফিক ইসলাম, যুগ্ম সম্পাদক পদে বিথি আক্তার মিম, সাংগঠনিক সম্পাদক পদে ফারহানা ইয়াছমিন মিম, চাইল্ড পার্লামেন্ট সদস্য পদে সাবরিনা সুলতানা সাদিয়া, হুসাইন সাজু, শিশু সাংবাদিক পদে মোতালেব বিশ্বাস, সামিয়া শাহানাজ, শিশু গবেষক পদে সাইমুন ইসলাম, সাদিয়া শেফা র্নিাচিত হন।
নির্বাচন পরিচালনা করেন জেলা এনসিটিএফ’র ভলেন্টিয়ার হাসান মাহমুদ। এসময় এনসিটিএফ’র বর্তমান কমিটির সদস্যারা সেখানে উপস্থিত ছিলেন।