মেহেরপুর নিউজ, ১৬ মে:
মেহেরপুরে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবাদত হোসেনের সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান।
কর্মশালায় এসডিজি বাস্তবায়নের ১৭টি লক্ষ্যকে সামনে নিয়ে বিবিন্ন বিষয় তুলে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আখতারুজ্জামান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, সাংবাদিক রফিকুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, মেহেরপুর জেনারেল হাসপাতালে আরএমও এহসানুল কবির আল আজিজ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি এম এ হালিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কে এম শফিউল আযম, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবীসহএসডিজি বাস্তবায়নে ভুমিকা রাখতে পারে জেলা পর্যায়ের শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালা থেকে ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নে জাতীয় পর্যায়ে ৩৯টি সূচকের পাশাপাশি ৪০ তম সূচক নির্ধারণে ১০টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ কারীরা তাদের মতামত তুলে ধরেন।
