মেহেরপুর নউজ ২৪ ডট কম,১৯ জানুয়ারী:
বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন ও ডাক সার্ভিসের মানোন্নয়নের লক্ষে বুধবার মেহেরপুর প্রধান ডাকঘর মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মেহেরপুর পোস্ট মাষ্টার আ সা মো জহুরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ডাক বিভাগের ডিপিএমজি আমানউল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ডাক বিভাগের সুপার ওমর আলী, চুয়াডাঙ্গা উপবিভাগের কর্মকর্তা অলোক কুমার বিশ্বাস। বক্তব্য রাখেন মুজিবুর রহমান, আব্দুল ওয়াদুল, শের শাহ, জাহান বক্স, বদরউদ্দিন, শাহাবুদ্দিন প্রমুখ।
