নিজস্ব প্রতিনিধি:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আমরা এখন পর্যন্ত ৭০ টি ঘর করে দিয়েছি। আজকে সরকার চেষ্টা করছে বলে আমরা অনেক ভালো আছি।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢেউটিন বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে ঢেউটিন বিতরন অনুষ্ঠানে আরো বলেন, আমাদের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবার কথা চিন্তা করেন বলেই আমরা সকলে ভাল আছি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুরাদ আলি। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম উপস্থিত ছিলেন। ঢেউটিন বিতরন অনুষ্ঠানে ৩৬ জনকে ৩৯ বান্ডিল টিন এবং ১ লক্ষ ১৭ হাজার টাকা প্রদান করা হয়।