মেহেরপুর নিউজ:
তাঁতি লীগের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে মেহেরপুর জেলা তাঁতি লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। রবিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা তাঁতী লীগের আহ্বায়ক সুবাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এর আগে সেখানে কেক কাটা হয়। এ সময় মেহেরপুর জেলা তাঁতী লীগের সদস্য সচিব আরিফুল ইসলাম মানিক, মুজিবনগর উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক খালেক শেখ,জেলা তাতী লীগের সদস্য সাকিবুর রহমান সাক্কু, সদর উপজেলা তাঁতী লীগের যুগ্ন আহবায়ক সোহেল রানা,মোনাখালী ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক মোহাম্মদ সাহেব প্রমুখ উপস্থিত ছিলেন।