মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মার্চ:
মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে তামাক ঘরের আগুনে পুড়ে রিয়াদ (৩) এক শিশু অগ্নিদগ্ধ হয়েছে। শুক্রবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে। জানা যায়, গাড়াবাড়িয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে রিয়াদ তাদের একটি তামাক ঘরের ভেতরে প্রবেশ করলে তার গায়ে আগুন লেগে যায়্ এতে সে অগ্নিদগ্ধ হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মেহেরপুরে ঘরের ছাদ থেকে পড়ে গৃহবধূ আহত
মেহেরপুর শহরের মন্ডলপাড়ায় ঘরের ছাদ থেকে পড়ে জহুরা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ মারাত্মক আহত হয়েছে। শুক্রবার সকালের দিকে এ ঘটনা ঘটে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ঘটনার সময় মন্ডলপাড়ার খলিলউদ্দিনের স্ত্রী জহুরা খাতুন ঘরের ছাদ থেকে মই বেয়ে নীচে নামার সময় মই ভেঙে নীচে পড়ে যায়। এতে সে আহত হয়। দ্র“ত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।