মেহেরপুর নিউজ, ১৭ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার সকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট রকিবুল হাসান ও মহিদুল হক এর নেতৃত্বে সোমবার শহরের বড়বাজার এলাকায় আলামিন ব্রেকারী, সফিকুল ও বাবু হার্ডওয়ারের অভিযান চালানো হয়। এসময় অত্যাবসকীয় পন্য বিপনন ১৯৫৬ এর ৩(১২) ধারায় আলামিন ব্রেকারীর ৭২ হাজার টাকা, ও সফিকুলের ৩২ হাজার এবং বাবুর দোকানে ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
