মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জুন:
বাসের হেল্পারের সাথে বাসের স্টাটারের সাথে বচসাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার বিকালে বাসের স্টাটার মনোয়ার হোসেনকে পিটিয়ে মারাত্বক আহত করেছে বাসের চালকরা।
আহত মনোয়ার হোসেন গাংনী উপজেরার মানিকদিয়া গ্রামের মহসিন আলরি ছেলে। মেহেরপুর বাস মালিক সমিতির অফিস কক্ষে এ মারপিটির ঘটনা ঘটে।আহত স্টাটার মনোয়ার হোসেন মূমূর্ষ অবস্থায় গাংনী উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছে।
আহত মনোয়ার হোসেন জানান,গত ১৪ মে দুপুরে গাড়ির হেল্পার বাবু’র সাথে বাসের লেট নিয়ে কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে আজ বৃহস্পতিবার বিকালে মেহেরপুর বাস মালিক সমিতির অফিস কক্ষে শালিস বৈঠকের জন্য ডাক দেয়। আমি শালিস বৈঠকে গেলে বাসের চালক আব্বাস আলীর নেতৃত্বে অন্যান্য চালকরা আমার উপর ঝাঁপিয়ে পড়ে ব্যাপক মারপিট করে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত মনোয়ার হোসেন।
