মেহেরপুর নিউজ,০১ অক্টোবর:
মেহেরপুর শহরের পন্ডেরঘাট এলাকা থেকে ৪৩৯ বোতল ফেন্সিডিলসহ একটি তুলা বোঝাই মিনি ট্রাক আটক করেছে পুলিশ। এ সময় ফেন্সিডিল ব্যবসায়ী খোকন মিয়াকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আহসান হাবিব পুলিশের একটি টিম নিয়ে এ অভিযান পরিচালনা করেণ। আটক খোকন মিয়া চুয়াডাঙ্গা জেলার জয়রামপুর বড়াইপাড়া গ্রামের ওমর আলীর ছেলে।
ওসি আহসান হাবিব বলেন, একটি তুলা বোঝাই ট্রাকে করে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পন্ডের ঘাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি তুলা বোঝাই ট্রাক মেহেরপুরের পথে আসছিলো। ট্রাকটিতে তল্লাশি করে তুলার ভিতর থেকে ৪৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ট্রাকটি থানায় নেয়া হয়। এ ঘটনায় ট্রাকের সাথে থাকা ফেন্সিডিল ব্যবসায়ী খোকন মিয়াকে আটক করা হয়েছে। তিনি বলেন, আটক খোকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে, শহরের বেড়পাড়ায় এস আই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ জাহিদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
