মেহেরপুর নিউজ,০৮ অক্টোবর:
শান্তিপূর্ণ ভাবে আসন্ন দূর্গা পূজা উদযাপন করার লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শাহীনুজ্জামান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, আওয়ামীলীগনেতা আশকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমুখ। সভায় এবছর মেহেরপুর জেলা ৩৬টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা যায়। এর মধ্যে সদরে ১৩টি, গাংনীতে ১৭ এবং মুজিবনগর উপজেলায় ৬টি।