মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মার্চ:
চলমান পরিস্থিতি মোকাবেলায় মেহেরপুর পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম,মন্দিরের ঠাকুর,চার্চের পুরোহিত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে সুধী সমাবেশ করেছে মেহেরপুর পৌরসভা।
আজ বুধবার বিকাল ৫ টার দিকে মেহেরপুর পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু। এ সময় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার আব্দুল মতিন,২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন,মেহেরপুর ইসলামী আন্দোলনের নেতা আবুল কালাম কাসেমী,সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে দেশের চলামান পরিস্থিতি মোকাবেলায় যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভুমিকা পালন করার আহবান জানান পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু।