মেহেরপুর নিউজ,১২ সেপ্টেম্বর:
মেহেরপুরে পৌরসভার অর্থায়নে নির্মিত নতুন বাস টার্মিণালের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে নতুন টার্মিণালে মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান, অতরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। বক্তব্য রাখেন পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ।
