মেহেরপুর নিউজ:
কানন সাহিত্য সংস্কৃতিক সংসদ মেহেরপুর এর উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নাতে রাসুল সন্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার রাতে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান মফিজুর রহমান মুক্ত মঞ্চে নাতে রাসুল সন্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মাহফুজুর রহমান আখন্দ।এতে প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন মেহেরপুর জেলা জামায়েত ইসলামির আমীর ও কানন সাহিত্য সংস্কৃতিক সংসদ মেহেরপুর এর উপদেষ্টা মাওলানা তাজউদ্দীন খান।
অন্যদের মধ্যে আলোচনা করেন কানন সাহিত্য সংস্কৃতিক সংসদ মেহেরপুর এর উপদেষ্টা মোঃ আব্দুল জাব্বার।শিল্পীদের মধ্যে গীতিকার সুরকার ও মশিউর রহমান, মাহফুজ মামুন,জাহিন ইকবাল,মুজাহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডাঃ আব্দুস সালাম পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার,ইকবাল হুসাইন, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।