মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ মে:
মেহেরপুরে র্যালী,আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে মে দিবস পালিত হচ্ছে। আজ রোববার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্কে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো: জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার শাহারিয়ার। সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম।
