মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ ডিসেম্বর:
‘আইন মেনে যাব বিদেশ, অর্থ এনে গড়ব স্বদেশ’- এই শ্লোগানে নানা আয়োজনে সারাদেশের ন্যায় মেহেরপুর জেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ।
আয়োজনের মধ্য রয়েছে,র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা, বিশেষ সুভেনীর প্রকাশ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের জেলা প্রশাসক মো. দেলওয়ার হোসেন। বক্তব্য রাখেন, স্থানীয় নেত্রীবৃন্দ ও এনজিও কর্মকর্তারা।
