মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৬ মার্চ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তপোধ্বনী, স্মুতি সৌধে পুষ্পমাল্য অর্পন, জাতীয় সঙ্গীত,পতাকা উত্তোলন,প্যারেড ও কুচকাওয়াজের মধ্যে দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধানতা ও জাতীয় দিবস-২০১৪।
বুধবার ভোরে মেহেরপুর মহীদ সামসুজ্জোহা পার্কে ৩১ বার তপোধ্বনীর মধ্যে দিয়ে দিবস টির সুচনা করা হয়। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ আতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল ৩১ বার তপোধ্বনীতে অংশ নেন। পরে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত স্শুতি সৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন,মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর পুলিশ সুপার একে এম নাহিদুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী নিজ নিজ প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষে প্রধানগন পুষ্পমাল্য অর্পন করেন।
বিস্তারিত আসছে….