মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ মার্চ:
মেহেরপুর জেলা শহরের বোসপাড়ায় নেশার টাকা দিতে অপারাগতা প্রকাশ করলে এক মাদকাসক্ত ছেলে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে তার মা টুনী বেগমকে। মারপিট করেই ক্ষান্ত হয়নি মাদকাসক্ত সোহাগ । টাকার বদলে মাকে রক্তাক্ত করে লুট করে নিয়ে গেছে, ঘরে থাকা সোনার চেইন ও নগদ টাকা। রক্তাক্ত হতভাগা মা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান,আহত টুনী বেগমের অবস্থা আশংকামুক্ত।
জানা যায়,শনিবার সকালে মেহেরপুর শহরের বোসপাড়ার মৃত শাহাদতের ছেলে সোহাগ নেশা করার জন্য তার মার কাছে টাকা চাইলে মা টাকা দিতে অপারাগতা জানালে নেশাখোর ছেলে সোহাগ তার মা টুনী কে বেধড়ক মারপিট করে। স্থানীয়রা শাহাদতের স্ত্রী টুনী কে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
