মেহেরপুর নিউজ,১৪ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদ উল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুণ কুমার মন্ডল, সমাজ সেবার উপপরিচালক আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান মালিক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল হক প্রমুখ।