পরকীয়া প্রেমের ঘটনা মিমাংসা করার সময় জামাতা ও শ্বশুর পক্ষের লোক জনের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে।সোমবার রাতে সদর উপজেলার আমদাহ গ্রামে এঘটনা ঘটে
আহতদের মধ্যে ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। । জানাগেছে আমদাহ গ্রামের শের আলীর মেয়ে সাহানাজের সাথে একই গ্রামের মামুনের বিয়ে হয়।
বিয়ের পর মামুন একই গ্রামের নাসরিন নামের এক গৃহবধার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে বিষয়টি মামুনের স্ত্রী সাহানাজ জানতে পারে এবং প্রমান সহ তার স্বামীর মোবাইল কেড়ে নেই। ঐ ঘটনাটি রাতে মিমাংসা করার জন্য শের আলীর বাড়িতে লোকজন জড় হয়।
মামুনের শ্বশুর শের আলি জানান মোবাইল ফোনের তথ্য প্রমান নিয়ে গ্রাম্য সালিস চলাকালে জামাতা মামুন সহ তার চাচাজামিরুলের নেতৃত্বে ১০-১৫ জন লোক হামলা চালায়। এসময় সংঘর্ষ বেধে যায়।
এতে শের আলী, তার স্ত্রী শিরিনা, মেয়ে সাহানাজ সহ সুরুত আলরি ছেলে হাফিজুল, জেহেরুল, দরমুজ আলীর ছেলে কুতুব উদ্দীন, মোবারক এর ছেলে নজরুল, ওয়াবের ছেলে আইনাল, দরুদ আলীর ছেলে বাকি বিল্লাহ, মোবারকের ছেলে খোকন, কচিমদ্দীনের ছেলে হাফিজুজ্জামান, জমসের আলী ছেলে জহির, জান মোহাম্মদের ছেলে শের আলী, সুরুত আলরি ছেলে এনামুল আহত হয়।
আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জেহেরুল, হাফিজুল, কুতুব উদ্দীন, নজরুল, হাফিজ্জুজামানকে রাজশাহীতে রেফার্ড করা হয়। এব্যপারে মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা জানান বিষয়টি শুনেছি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি বলে জানান। তবে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।