মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জুন:
মেহেরপুর শহর ও গাংনী উপজেলার গোপলনগর গ্রাম থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১ টি ভারতীয় রিভলবার ও ১টি শক্তিশালী তাঁজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে মেহেরপুর সদর ও গাংনী থানায় দুটি পৃথক ডায়েরী হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা শহরের শেখ পাড়ার নবনির্মিত ভবনের পাশ থেকে ১ টি ভারতীয় তৈরী রিভলবার উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
অপরদিকে পৃথক অভিযান চালিয়ে আজ বৃস্পতিবার দুপুরে গাংনী উপজেলার গোপলনগর গ্রামের জনৈক বাবর আলী খড়ের গাদার ভিতর থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় একটি তাঁজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান,নতুন ভবনের মাটি খুড়তে গিয়ে কোঁদালে লেগে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ওপরে উঠে আসে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাগটির ভিতর থেকে একটি রিভলবার উদ্ধার করে। ধারনা করা হচ্ছে,সন্ত্রাসীরা অস্ত্রটি মাটির নিচে লুকিয়ে রেখেছিল।
