মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ আগস্ট:
মেহেরপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ সহ ৪ ব্যাক্তি আহত হয়েছে। আহতরা হলেন, আয়েজুদ্দিন (৬০) ও উজ্জলকে (২৫) মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার খন্দকার পাড়া এবং মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের মেহেরপুর ব্রাক অফিসের কাছে ওই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে,মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামের বদরউদ্দিনের ছেলে আয়েজুদ্দিন সাইকেল যোগে বন্দর যাওয়ার পথে খন্দকার পাড়া গ্রামে বিপরিতগামী একটি মটরসাইকেল বৃদ্ধকে ধাক্কা মারে এতে তিনি মারাত্মক আহত হন। এদিকে একই দিনে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের মেহেরপুর ব্রাক অফিসের মেহেরপুর গামী একটি ইজিবাইককে একটি ঢাকাগামী কোচ তাকে ধাক্কা মারে এতে ইজিবাইক চালক উজ্জল সহ তিন ব্যাক্তি আহত হয়।
