মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ আগস্ট:
মেহেরপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ আহত হয়েছে। আহতরা হলেন,গৌরিনগর গ্রামের আরমান আলীর ছেলে লিয়াকত আলী (৫০) এবং দরবেশপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে ওহাব আলী (৭০)
আজ বুধবার সন্ধ্যার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের পুরন্তপুর ও মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের বারাদীতে ওই ঘটনা ঘটে।
আজ সন্ধ্যার দিকে মেহেরপুর মুজিবনগর সড়কের মুজিবনগর উপজেলার পুরন্তপুর গ্রামে দু’টি আলগামনে মুখোমুখি সংঘর্ষে গৌরিনগর গ্রামের আরমান আলীর ছেলে লিয়াকত আলী (৫০) আহত হন।
একই দিনে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার বাড়াদী বাজারে দু’টি আলগামনের মুখোমুখি সংঘর্ষে দরবেশপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে ওহাব আলী (৭০) আহত হন। আহত দু’জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।