মেহেরপুরে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে অর্ধ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। শুক্রবার রাতে মেহেরপুর শহরের খাঁপাড়া এবং সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে রাতে মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ড খাঁ পাড়ায় আব্দুল গফুরের ছেলে জাহাঙ্গীর হোসেন বাড়ির ছাদে রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ড প্রায় ২০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। খবর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার রুহুল আমিন জানান, রান্না করার পর চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এদিকে একই দিন বিকেলে মেহেরপুর সদর উপজেলা কুলবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রেজাউল হকের তামাক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ২৫ হাজার টাকার তামাক পুড়ে যায়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।