মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জানুয়ারী:
মেহেরপুরে পৌর কাউন্সিলর কর্তৃক পৌর সচিবকে শারিরীকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পৌর কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ।
আজ মঙ্গলবার সকালে মেহেরপুর পৌরসভার সামনের সড়কে পৌর কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদের নেতৃত্বে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্দ্ধনে বক্তারা, এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে কঠোর কর্মসূচী দেবে বলে ঘোষনা দেন।
এদিকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ঘোষনা করেছে পৌর কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ। সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। ৪৮ ঘন্টার বেঁধে দেওয়া সময়ের মধ্যে সুষ্ঠ বিচার না হলে লাগাতার কর্মসূচী দেওয়ার ঘোষনা দেন আন্দোলনকারীরা। ইতিমধ্যে,কর্মবিরতি পালন সহ পৌরসভার সকল কার্যক্রম বন্দ্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র পানি সরবরাহ এবং পশু হাটের খাস আদায় কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও আগামীকাল বুধবার বিকেল ৩ টায় সাংবাদিক সম্মেলনের ঘোষনা দিয়েছে আন্দোলনকারী।
উল্লেখ্য,সোমবার শেষ বিকেলে মেহেরপুর শহরের ১নং ওয়ার্ডে পৌরসভার রাস্তা বন্ধ করে থার্টিফাস্ট নাইট পালন ও পৌর সভার বিদ্যুৎ লাইন থেকে সংযোগ নিতে না দেওয়ার কারনে মেহেরপুর পৌর প্যানেল মেয়র মনিরুল ইসসলাম মনি শারিরীকভাবে লাঞ্চিত করে মেহেরপুর পৌর সভার সচিব হারেচ উদ্দিন কে ।