মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জানুয়ারী:
”সুযোগ পেলে আমরাও পারি”, এই স্লোগানকে সামনে নিয়ে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে প্রতিবন্ধীদের অংশ গ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা।
আজ সোমবার দুপুরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এসপিডি এর উদ্যোগে মেহেরপুর শহরের বামনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এলাকার দুই শতাধিক বিভিন্ন বয়সী প্রতিবন্ধী নারী পুরুষ খেলায় অংশ গ্রহন করে। দৌড়, ঝাপ, বল নিক্ষেপ, স্মৃতি খেলাসহ নানান খেলায় মেতে ওঠেন প্রতিবন্ধীরা।
প্রতিযোগীতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসপিডি নির্বাহী পরিচালক আয়ুব নবী মোল্লা। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী পরিচালক নাজনীন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকী,আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম প্রমুখ।
