স্পোর্টস ডেস্ক
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লীগের আজকের খেলায় মেহেরপুর সুর্যতরুন ক্লাব ২৬৮ রানের বিশাল ব্যবধানে বুড়িপোতা সবুজ সংঘ ক্লাবকে পরাজিত করেছে। আজ ১৩ মার্চ অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সুর্যতরুন ক্লাব ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩শ ৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিঠুন ১শ, তুহিন ৫৯ রান সংগ্রহ করে। বুড়িপোতা সবুজ সংঘ ক্লাবের পক্ষে আসাদুল ও মিজানুর ২টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে বুড়িপোতা সবুজ সংঘ ১৮ ওভার ২ বলে মাত্র ১০৪ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে জাহাঙ্গীর সর্ব্বোচ ১৯ রান করে। সুর্যতরুনের রিটন, খসরু ও তুহিন প্রত্যেকে ৩টি করে উইকেট দখল করে। সুর্যতরুনের মিঠুন সেঞ্চুরী করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

