মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ মার্চঃ
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে মেহেরপুর সাগর ক্রিকেট একাডেমি ও গাংনী ফিউচার ক্রিকেট একাডেমি নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। সোমবার অনুষ্ঠিত খেলায় সাগর ক্রিকেট একাডেমি ১২৫ রানে সদর উপজেলার কোলা ইলেভেন স্টার ক্লাবকে এবং গাংণী ফিউচার একাডেমি ৯ রানে মেহেরপুর শেখপাড়া ইলেভেন স্টার ক্লাবকে পরাজিত করে। মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সাগর ক্রিকেট একাডেমি ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে। সাইফুল দলের প¶ে ১১৪ ও অনিক ৫৪ রান করেন। জবারে খেলতে নেমে কোলা ইলেভেন স্টার ক্লাব ৩২ ওভার ৩ বলে ১২৭ রান করে সবাই আউট হয়ে যায়। সুজন দলের প¶ে সর্বোচ্চ ৫৯ রান করেন। বিজয়ী দলের সাইফুল ৫ উইকেট লাভ করেন। এদিকে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে ব্যাট করতে নেমে গাংনী ফিউচার একাডেমি ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে। রানা দলের প¶ে সর্বোচ্চ ৫০ রান করেন। জবাবে খেলতে নেমে মেহেরপুর শেখপাড়া ৩৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৯৭ রান করে। সুজন দলের প¶ে সর্বোচ্চ ৭৩ রান করেন। মতিন বিজয়ীদলের প¶ে ৩ টি উইকেট লাভ করেন।
