মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মার্চ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে মেহেরপুর যুব স্পোটিং ক্লাব জয় লাভ করেছে। মঙ্গলবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর যুব স্পোটিং ক্লাব ৭৫ রানে মেহেরপুর সরকারি কলেজকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে যুব স্পোটিং ক্লাব ৩৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করে। দলের প¶ে শামীম ৬৬, মেহেদী ৪৬ ও বিপব ৪৫ রাস করেন। সরকারি কলেজের প¶ে সাজেদুল ও মাসুদ ৩ টি করে উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে সরকারি কলেজ ৩৩ ওভারে ১৬২ রান করে সবাই আউট হয়ে যায়। মাহফুজ দলের প¶ে সর্বোচ্চ ৬১ রান করেন। যুব স্পোটিং এর শামীম ও মাসুদ ৪ টি করে উইকেট লাভ করেন।
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মার্চ:
মেহেরপুর অনির্বান ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনির্বান মিনি ফুটবল টুর্নমেন্টে মেহেরপুর ব্রাইট স্টার ও সদর উপজেলার বাড়িবাঁকা একাদশের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দিতা পূর্ণ খেলাটি শেষ পর্যন্ত ড্র হয়।