মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ মার্চ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যেগে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর পাবলিক ক্লাব জয়লাভ করেছে।
রোববার অনুষ্ঠিত খেলায় দারিয়াপুরের হাবিবুরের মারাত্বক বোলিংয়ের সুবাদে পাবলিক ক্লাব ১৫২ রানের বিশাল ব্যাবধানে সদর উপজেলার হরিরামপুর সীমান্ত ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে দারিয়াপুর পাবলিক ক্লাব ৩০ ওভারে ৭উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে তুষার সর্বচ্চ ৪৯রান করেন। সীমান্ত ক্লাবের পক্ষে রিপন ও মজনু ২টি করে উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে হরিরামপুর সীমান্ত ক্লাব দারিয়াপুরের হাবিবুরের বিধ্বংসী বোলিংয়ের মুখে মাত্র ১৩ ওভার ১বলে ৪৪ রান করে সবাই আউট হয়ে যায়। হাবিবুর ৬ টি উইকেট লাভ করে ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হন।
মেহেরপুরে প্রমিলা ক্রিকেট ও হ্যান্ড বল প্রশিক্ষণের উদ্ধোধন
মেহেরপুর জেলা মহিলা ক্রিড়া সংস্থার উদ্গোগে রোববার মেহেরপুর মহিলা কলেজ মাঠে প্রমিলা ক্রিকেট ও হ্যান্ড বল প্রশিক্ষণের উদ্ধোধন ও মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রিড়া সামগ্রি বিতরন করা হয় । জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু প্রধান অতিথি হিসেবে উপত্থিত থেকে প্রমিলা ক্রিকেট ও হ্যান্ড বল প্রশিক্ষণের উদ্ধোধন ও মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রিড়া সামগ্রী বিতরন করেন। এসময় সেখানে উপত্থিত ছিলেন সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহসান আলি মহিলা ক্রিড়া সংস্থার সম্পাদিকা রেহেনা আক্তার বিনা প্রশিক্ষক মাসুদুল হাসান আয়ুব হোসেন প্রমুখ।
